Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

১৯৬১ সালে শিক্ষা দফতর হতে State Orphanage গুলোর পরিচালনার দায়িত্ব সমাজকল্যাণ পরিদফতরে ন্যাস্ত করা হয়। উক্ত State Orphanage বা সরকারি এতিমখাণা গুলোকে পরবর্তীতে সরকারি শিশু সদর হিসাবে নামকরণ করা হয়।১৯৫৯ সালে গণিতবিদ যাদব চন্দ্র চক্রবর্তীর বাড়ীতে (ধানবান্ধী) এতিমখানা নামে স্থাপিত হয়। পরবর্তীতে সরকারি শিশু সদন নামে রায়পুর, সিরাজগঞ্জে স্থানান্তরিত হয়। সর্বশেষে ২০০৬ সালে সরকারি শিশু সদন কে শিশু পরিবারে রুপান্তর করা হয়। বর্তমানে পারিবারিক পরিবেশে এতিম ছোট ছোট দলে বিভক্ত করে সার্বক্ষণিক তত্বাবধান ও সাহচর্য প্রদানের মাধ্যমে প্রতিপালনের জন্য শিশু সদনসমূহকে সরকারি শিশু পরিবারে রুপান্তর করা হয়েছে। বর্তমানে সরকারি শিশু পরিবার, সিরাজগঞ্জে মোট নিবাসী আসন সংখ্যা- ১৭৫ জন। মোট জমির পরিমান- ৭ একর- ১১ শতাংশ।

দপ্তর প্রধান- উপ-তত্বাবধায়ক।

ছবি