Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
ভর্তি বিজ্ঞপ্তি সরকারি শিশু পরিবার, সিরাজগঞ্জ
Details

সরকারি শিশু পরিবার

পিতৃমাতৃহীন বা পিতৃহীন এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সরকারি শিশু পরিবার পরিচালনা করছে।

 

কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ

সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা সরকারি শিশু পরিবার পরিচালনার দায়িত্ব পালন করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে তত্তাবধায়ক/উপ-তত্ত্বাবধায়ক সরকারি শিশু পরিবার পরিচালনার সাথে সংশ্লিষ্ট। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও সহকারী পরিচালকগণ মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক নেতৃত্বে একটি ব্যবস্থাপনা কমিটি শিশু পরিবার পরিচালনা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক/উপ-তত্ত্বাবধায়ক উক্ত কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করেন। এছাড়া উপ-পরিচালক, সমাজসেবা অধিফতরের নেতৃত্বে সরকারি শিশু পরিবারের ভর্তি কমিটি শিশুদের ভর্তির ব্যবস্থা করে থাকে।

 

সেবা

  • ১৮ বছর বয়স পর্যন্ত এতিম শিশুদের প্রতিপালন
  • পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন
  • শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান
  • নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন
  • পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা

 

সেবা গ্রহীতা

  • ৫-৯ বছর বয়সী এতিম অর্থ্যাৎ পিতৃহীন বা পিতৃমতিৃহীন দরিদ্র শিশু।

 

সেবাদান কেন্দ্র

জেলা সদর ও কিছু কিছু উপজেলায় অবস্থিত ৪২টি বালক, ৪২টি বালিকা ১টি মিশ্র সর্বমোট মোট ৮৫টি সরকারি শিশু পরিবার। শিশু পরিবারসমূহের তালিকা ডাউনলোড করুন।

 

সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে)

নির্ধারিত ফরমে ৬-৯ বছরের এতিম শিশুর অভিভাবকরা আবেদনপত্র দাখিল করবেন। প্রাপ্ত আবেদনপত্রের খসড়া তালিকা প্রস্ত্ততপূর্বক তত্ত্বাবধায়ক/ঊপ-তত্ত্বাবধায়ক ভর্তি কমিটির সভা আহ্বান করেন। সভায় নিবাসী নির্বাচনপূর্বক আবেদনকারীকে অবহিত করার মাধ্যমে ভর্তি করে এতিম নিবাসী শিশুকে ১৮ বছর বয়স পর্যন্ত ভরণ-পোষণ, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হয়।

 

কার্যাবলি

  • প্রতি বছর ডিসেম্বর মাসে অভিভাবক কর্তৃক  নির্ধারিত ফর্মে সংশ্লিষ্ট শিশু পরিবারে অথবা জেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন দাখিল;
  • সিভিল সার্জন বা তার প্রতিনিধির মাধ্যমে আবেদকারী এতিম শিশুর বয়স ও স্বাস্থ্যগত অবস্থা যাচাই;
  • ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন
  • বিনামূল্যে এতিম শিশু ভর্তি;
  • শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসন

 

সংশ্লিষ্ট আইন/বিধি/ নীতিমালা

১. সরকারি শিশু সদন / শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালা-২০০২

২. শিশু আইন ২০১৩

 

নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র

  • শিশু পরিবার পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;
  • যাকাত, ফিতরা, দানসহ ইত্যাদি আর্থিক সহায়তা করা;
  • শিশুদের শিক্ষার গুণগতমান উন্নয়নে যে কোন সহযোগিতা;
  • শিশুর পুনর্বাসনে আর্থিক ভাবে, চাকুরী প্রদান মাধ্যমে বা তথ্য সরবরাহের মাধ্যমে সহযোগিতা করা;
  • শিশুদের প্রতি সহমর্মি আচরণ করা;
  • শিশুর পরিপূর্ণ বিকাশে যে কোন ধরণের সহযোগিতা।

 

সেবা প্রদানের সময়সীমা

  • শিশু পরিবারে ভর্তির জন্য আবেদনপত্র প্রাপ্তির পর ১ মাস
  • শিশু ভর্তি হওয়ার পর অন্যান্য সেবা শিশুর বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত

সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের পাবলিক পরীক্ষার ফলাফল

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ

  • সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/উপ-তত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার;
  •  
Publish Date
15/03/2023
Archieve Date
15/03/2023