Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

এক নজরে

সরকারি শিশু পরিবার(বালক),রায়পুর, সিরাজগঞ্জ

 

১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর যে সব মহিলা, অনাথ শিশু ও স্বামী হারা হয়ে সহায় স্বম্বলহীন হয়ে পরে তাদের পূনর্বাসন এর উদ্দেশ্য ১৯৫৯ইং সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অনাথ শিশু ও দুঃস্থ মহিলাদের রক্ষনাবেক্ষন ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়।

 

পরবর্তীতে ১৯৮৪ সালে শুধু অনাথ ছেলেমেয়েদের জন্য শিশু সদন নামে রুপান্তর করা হয়। পরবর্তীতে ১৯৮৮ সালে ছেলেদের পারিবারিক পরিবেশে লালন পালন করার উদ্দেশ্যে সরকারি শিশু সদন কে সরকারি শিশু পরিবারে রূপান্তর করা হয়।

 

এক নজরে ‘সরকারি শিশু পরিবার (বালক), সিরাজগঞ্জঃ’

 

১)

প্রতিষ্ঠার সাল  

 ১৯৫৯ খ্রি.

২)

শিশু পরিবারে রূপান্তরের তারিখঃ       

  ১৯-০৮-১৯৯৯

৩)

অনুমোদিত নিবাসীদের আসন সংখ্যাঃ

  ১৭৫ জন

৪)

শিশু নিবাসীদের জন্য অনুমোদিত আসন সংখ্যাঃ 

  ১৬৫ জন

৫)

প্রবীন নিবাসীদের জন্য অনুমোদিত আসন সংখ্যাঃ   

  ১০ জন

 

১০) মাথাপিছু বরাদ্দঃ ৪০০০/= (চার হাজার  টাকা)

 

খাদ্য, খাদ্য আনুসাঙ্গিক ও শিক্ষা,স্বাস্থ্য, প্রসাধনী ও বিবিধ

৪০০০/=

বিভাজন

 

 ১) খাদ্য ও জ্বালানী বাবদ

৩০০০/=

 ২) শিক্ষা বাবদ

৩৫০/=

 ৩) প্রশিক্ষণ বাবদ

১০০/=

 ৪) পোশাক বাবদ

৩০০/=

 ৫) চিকিৎসা বাবদ

১০০/=

 ৬) তেল, সাবান, স্নো, পাওডার ইত্যাদি বাবদ

১৫০/=

 মোট

৪০০০/=